উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন লিয়াকত শিকদার

উঠান বৈঠকে নৌকার পক্ষে ভোট চেয়েছেন লিয়াকত শিকদার

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; আলফাডাঙ্গা (ফরিদপুর) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন, ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার চেষ্টাকারীদের বিচার দ্রুত কার্যকর দাবি এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেছেন জাতীয় নির্বাচনে ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত শিকদার। শনিবার (২৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভা ও উপজেলার টগরবন্দ ইউনিয়নের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করেন তিনি।

বিকেলে পৌরসভার বাকাইল এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নবাব আলীর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম মোল্যার পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক খোকন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউল্লাহ রানা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তবিবর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও বোয়ালমারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আক্তার তপন প্রমুখ।

উঠান বৈঠকে অ্যাডভোকেট লিয়াকত শিকদার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন যাঁকেই দিক, আমারা সবাই তাঁর পক্ষে কাজ করবো।’

এ সময় আওয়ামী সরকারের বিগত বছরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আগামী দিনেও এর ধারাবাহিকতা রক্ষায় সকলের কাছে নৌকা মার্কার সামর্থন চান লিয়াকত শিকদার।