ঈদযাত্রায় মহাসড়কে সক্রিয় চাঁদাবাজ চক্র! ৪১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঈদযাত্রায় মহাসড়কে সক্রিয় চাঁদাবাজ চক্র! ৪১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ঈদযাত্রায় ঘরমুখো মানুষ আর মহাসড়কের যানবাহনকে টার্গেট করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সক্রিয় ৭০টির বেশি চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্র। ছদ্মবেশে ছিনতাই আর দেশীয় অস্ত্র দেখিয়ে তারা আদায় করছে চাঁদা। এমন অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অস্ত্র, ৫১টি মোবাইলসহ ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের এই যাওয়ার সুযোগকে কাজে লাগাচ্ছে ছিনতাইকারী ও চাঁদাবাজ চক্র। এক্ষেত্রে সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে ঘরমুখো মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে তারা। চাঁদাবাজচক্রের সদস্যরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে ভয়ভীতি দেখিয়ে তুলছে চাঁদা। শনিবার (৩০ এপ্রিল) কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন ৭০টিরও বেশি চক্রের সন্ধান পাওয়ার দাবি জানায় র‌্যাব। র‌্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাঙলা কাগজ ও ডনকে জানান, রাজধানীর সবুজবাগ, খিলগাঁও, হাতিরঝিল, তেজগাঁও, মুগদা, শাহবাগ, মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ী, শ্যামপুর ও পল্টন এলাকায় অভিযানে ৪১ জন ধরা পড়েছে। এরা শপিংমল, ব্যস্ততম বাজারে আসা ক্রেতা আর ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের অস্ত্র দেখিয়ে টাকা হাতিয়ে নিতো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে ধুলা দিতে ছিনতাই ও চাঁদাবাজচক্রের সদস্যরা সাধারণ পথচারী, দিনমজুরসহ বিভিন্ন পেশাধারীর ছদ্মবেশ নিতো বলেও জানায় র‌্যাব।