ইউক্রেনে ক্ষেপনাস্ত্র : রাশিয়ার ভেতরে ব্যবহার না করার শর্তে মত বদলালেন বাইডেন।

ইউক্রেনে ক্ষেপনাস্ত্র : রাশিয়ার ভেতরে ব্যবহার না করার শর্তে মত বদলালেন বাইডেন।

নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ রকেট-ব্যবস্থা ব্যবহার করে দীর্ঘ দূরত্বে রকেট ছোড়া যাবে। ৭০ কোটি ডলার মূল্যের নতুন অস্ত্র সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে এ রকেট-ব্যবস্থা সরবরাহ করবে ওয়াশিংটন। তবে রাশিয়ার ভেতরে হামলা চালাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না বলে ইউক্রেন আশ্বাস দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (পহেলা জুন) এ সহায়তা প্যাকেজটি উন্মোচন করা হতে পারে। জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দীর্ঘ পাল্লার রকেট ছুড়তে সক্ষম) সরবরাহ করবে, যা ৮০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত (৫০ মাইল) থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।