আন্তঃধর্মীয় সেমিনার অনুষ্ঠিত হলো শরীয়তপুরে

আন্তঃধর্মীয় সেমিনার অনুষ্ঠিত হলো শরীয়তপুরে
ডন সংবাদদাতা, শরীয়তপুর : ‘যার মনে রয়েছে সাম্প্রদায়িকতা, সে বণ্যপ্রাণীর সমতুল্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃধর্মীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুরে। শুক্রবার (১২ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি। জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হাসান, অতিরিক্ত সচিব ড. কে এম আব্দুল মোমেন, শরীয়তপুরের পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান, বঙ্গবন্ধু সরকারি কলেজ শরীয়তপুরের সহকারী অধ্যাপক ড. তোয়াব হোসেন প্রমুখ। সেমিনারে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং ধর্মীয় নেতাসহ ধর্মীয় সংগঠনের দুই শতাধিক নেতা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে যাঁর যাঁর অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে সকলের প্রতি আহ্বান জানান।