আধিপত্যের বিরোধে ফরিদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা।

আধিপত্যের বিরোধে ফরিদপুরে ২ জনকে কুপিয়ে হত্যা।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়ে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বাঙলা কাগজ ও ডনকে জানান, উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে স্থানীয় বাজার পোদ্দারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন : জান্দি গ্রামের কামরুল মাতুব্বর (৩২) ও ছলেমান শরীফ (৩৫)। এলাকাবাসী জানায়, জান্দি গ্রামে কামরুল মাতুব্বর ও জামাল শেখের দলেমধ্যে বিরোধ চলছিলো। এর জেরে স্থানীয় পোদ্দার বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় জামালের লোকজন কামরুল ও ছলেমানসহ তিনজনের উপর হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে ছলেমান নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কামরুলকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিসার জন্য ঢাকায় নেওয়ার পথে গাড়িতেই রাত ২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক আমিনুল আহত হলেও দৌড়ে পালিয়ে তিনি প্রাণে বেঁচে যান। পরে তাঁকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে এই হামলার ঘটনায় দুইজন মারা গেছেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।