আগুন দ্রুত নিভলেও পৌনে ৪ ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক।
নিজস্ব সংবাদদাতা, বাঙলা কাগজ; মৌলভীবাজার ও কমলগঞ্জ : মৌলভীবাজারের শমসেরনগর এলাকায় পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পৌনে ৪ ঘণ্টা পর ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১১ জুন) বেলা পৌনে ১টার দিকে লাগা আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিকেল সাড়ে ৪টার দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল বাঙলা কাগজ ও ডনকে বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি। ট্রেন থামানোর পর দেখা যায়- চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্যাঙ্কিতে আগুন ছড়িয়ে পড়ে।
শমসেরনগরের স্টেশন মাস্টার জামাল উদ্দিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, ট্রেনটি প্রায় ১টার দিকে শমসেরনগর স্টেশন ছেড়ে যায়। এ ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলে আটকা পড়ে। তবে কিছু সময়ের মধ্যে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে আসলেও রেলপথ বিকেল সাড়ে ৪টার দিকে স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মৌলভীবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা বাঙলা কাগজ ও ডনকে বলেন, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
পারাবত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেলেও তাঁদের নাম-পরিচয় দিতে পারে নি কেউ।