আওয়ামী লীগের মনোনীতসহ ১৩ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

ডন প্রতিবেদক, পঞ্চগড় : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ দলীয় ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১ জন, বিএনপির স্বতন্ত্র ২ জন, জাকের পার্টির ২ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন এবং স্বতন্ত্র ৩ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভজনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হারুন অর রশিদ লিটন (নৌকা প্রতীকে ১১৫৯ ভোট), বুড়াবুড়ি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ কামাল (নৌকা প্রতীকে ৩৩৪ ভোট) এবং তেঁতুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইনসান আলী (আনারস প্রতীকে ৮৮২ ভোট) জামানত হারিয়েছেন। অপরদিকে বাংলাবান্ধা ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাশেদ আলী (আনারসে ৯০৫ ভোট) এবং বুড়াবুড়ি ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম (অটোরিক্সায় ৯০৫ ভোট) জামানত খুইয়েছেন। এ ছাড়া ভজনপুর ইউনিয়নে জাকির হোসেন (হাতপাখায় ৩৪৫ ভোট), বুড়াবুড়ি ইউনিয়নে আবু তালেব (হাতপাখায় ৯৯ ভোট), আব্দুল হালিম (গোলাপফুলে ২০ ভোট), সাজিয়ার রহমান (ঘোড়ায় ৮ ভোট), তিরনইহাট ইউনিয়নে রুবেল রানা (গোলাপফুলে ১৭৯ ভোট), আব্দুল মালেক (আনারসে ৭৫ ভোট), আনোয়ার হোসাইন (আনারসে ৩৫১ ভোট), শালবাহানহাট ইউনিয়নে সাইফুল ইসলাম (হাতপাখায় ৫৫৪ ভোট) জামানত হারিয়েছেন। নির্বাচন কর্মকর্তা আলী হোসেন বাংলা কাগজ এবং ডনকে বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে। সে নিয়ম অনুযায়ীই তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।