সু চির ছেলে কিম অ্যারিস মুক্তি চাইলেন মায়ের
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে মুক্তি দেওয়ার জন্য দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরই ছোট ছেলে কিম অ্যারিস। লন্ডনে বিবিসি বার্মিজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম অ্যারিস বলেন, আমি আমার মাকে কারাগারে থাকতে দিতে পারি না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আমার মাকে সাহায্য করা। এটি তাঁর প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার।
কিম অ্যারিস বলেন, মিয়ানমারের সেনাবাহিনী আমার মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। আমি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারাও আমাকে কিছু জানাতে পারেনি।
তিনি বলেন, এর আগে আমি গণমাধ্যমের সামনে কথা বলি নি। কারণ এ বিষয়ে আমি জড়াতে চাইতাম না। এমনকি ১৯৮৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর ধরে আমার মাকে বন্দি রাখার সময়ও আমি কোনো গণমাধ্যমে কথা বলেননি। কারণ মা কখনোই চাইতেন না আমি রাজনীতিতে জড়াই। কিন্তু এখন মাকে দীর্ঘদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেনাবাহিনী অযৌক্তিক আচরণ করছে। তাই আমি মনে করি, এখন আমার কথা বলা দরকার। আমি কী চাই, সেটা প্রকাশ করা প্রয়োজন।
উল্লেখ করা যেতে পারে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় সু চির নেতৃত্বাধীন সরকার। ওই সময় সু চিকে আটক করা হয়। এরপর একের পর এক মামলায় সামরিক আদালত সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেন।