ডন প্রতিবেদন : রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রবিবার (২৭ মার্চ) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাঙলা কাগজ ও ডনকে জানান, সকাল ১০টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ৩ মিনিটের মধ্যেই ৩টি ইউনিট পাঠানো হয়। সদর দপ্তর থেকেও ২টি ইউনিট পাঠানো হয়। পরে আরও ২টি ইউনিটসহ মোট ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, টার্মিনালের পাঁচ নম্বর পন্টুনে ভেড়ানো ছিলো অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি। অগ্নিকাণ্ডের সময় লঞ্চে কোনও যাত্রী ছিলো না, শুধু স্টাফরা ছিলেন। তাঁরা আগুন লাগার পর দ্রুত সরে পড়েন। এতে কেউ হতাহত হন নি।
এরশাদ হোসেন বলেন, ৮৫ জন ফায়ারকর্মী আগুন নেভাতে কাজ করেছেন। ফায়ার সার্ভিস প্রথম এক ঘণ্টা লঞ্চের বাইরে থেকে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভেতরে প্রবেশ করে প্রতিটি কেবিনসহ সব জায়গায় আগুনের অস্তিত্ব আছে কি-না খতিয়ে দেখে।
পুলিশ, আনসার, র্যাব ও কোস্টগার্ড ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করেন বলেই জানান তিনি।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।
ওই কমিটি ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ উদ্ঘাটন করবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।