সৈয়দ নজরুল ও সৈয়দ আশরাফের ম্যুরাল বিকৃতি!

সৈয়দ নজরুল ও সৈয়দ আশরাফের ম্যুরাল বিকৃতি!

নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহিদ সৈয়দ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল বিকৃতির ঘটনা ঘটেছে। রোববার (পহেলা জানুয়ারি) রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা জেলা শহরের আখড়াবাজার সেতুসংলগ্ন শহিদ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত ম্যুরাল দুটিতে কালি লেপন করে দিয়েছে।

এদিকে ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকী। প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীর আগের দিনের এ ঘটনায় স্থানীয় ব্যক্তিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ম্যুরাল বিকৃতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে লোকজন দোষীদের আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান।

সোমবার (২ জানুয়ারি) সকালে ঘটনা জানাজানি হওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শ্রমিক দিয়ে ম্যুরাল দুটি পরিষ্কারের কাজ চলছে।

জেলা প্রশাসক বলেন, এই বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ওসি জানান, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করবে। আর আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান বলেন, স্বাধীনতাবিরোধী ও আওয়ামী লীগবিরোধী শক্তি এ ধরনের জঘন্য কাজ করেছে। আজ দলীয়ভাবে সভা করে এ ব্যাপারে কর্মসূচি গ্রহণ করা হবে।