দাবি আদায়ে সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

দাবি আদায়ে সরকারি কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : দাবি আদায়ে সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সম্মুখ থেকে শিক্ষা ভবনের সামনের রাস্তায় ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের দাবিগুলোর প্রতি বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ, দেলোয়ার-ফারুক), বাংলাদেশ সরকারিকৃত কলেজ শিক্ষক সমিতি (বাসকশিস), বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ, আতাউর-মল্লিক) এবং সরকারি কলেজ স্বাধীনতা শিক্ষক সমিতি (সকস্বাশিস) পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছে। পাশাপাশি শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেছেন। 

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক জহুরুল ইসলাম, আবু সাঈদ মো. আতিকুর রহমান, আব্দুল মাবুদ রাজা, কামরুল ইসলাম তালুকদার সবুজ, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, সিকদার মো. ওয়াহিদুজ্জামান, সামছুল আলম, হারুন অর রশিদ, জয়নুল ইসলাম, আবুল কাশেম, রওশানুল কাউছার সংগ্রাম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম, রুহুল আমিন, অনুপ রায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন)।

শিক্ষকদের দাবিগুলো হলো :
১) আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আত্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
২) অযাচিত যাচাই-বাছাই ও বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কালক্ষেপণ বন্ধ করতে হবে
৩) প্রভাষক, প্রর্দশক, গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেডসহ পদ মর্যাদা বহাল করতে হবে
৪) বৈষম্যমূলক আত্তীকরণ বিধিমালা, ২০১৮- এর কালো ধারা ও উপধারা সংশোধন করে ৩০ জুনের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে
৫) সরকারিকৃত কলেজে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদায়নের কম্পোজিশন ও রিক্রুটমেন্ট রুলস ৩০ জুনের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে
৬) সরকারিকৃত কলেজগুলোর জন্য জারিকৃত সংযুক্তির আদেশ বাতিল করে আত্তীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত শিক্ষা ক্যাডার কর্মকর্তাদেরকে পদায়ন দেওয়ার সিদ্ধান্তের আদেশ বাতিল করতে হবে।

মানববন্ধনে জানানো হয়, আগামী ৩০ জুনের মধ্যে ২,৩, ৪, ৫ ও ৬ নম্বর দাবি বাস্তবায়ন বা বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত না হলে পহেলা জুলাই তারিখে সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।