নড়াইল পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক নারী গ্রেপ্তার।

নড়াইল পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক নারী গ্রেপ্তার।
ডন সংবাদদাতা, উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল জেলা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার), এর নির্দেশনায় শিমুল কুমার দাসের (ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিবি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নি.) ফাহাদ হোসেনসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ওই নারী মাদক ব্যবসায়ী রাজিয়া খাতুন, স্বামী মো. রমজান, গ্রাম : ধোপাপাড়া, থানা : কোতোয়ালী, জেলা : যশোরকে গ্রেপ্তার করেন। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে এসআই ফাহাদ হোসেন সঙ্গীয় ফোর্স এবং মহিলা পুলিশসহ নড়াইল সদর থানার পৌরসভা বাসস্ট্যান্ডের পূর্বপাশে নার্সারির ভিতর ওতপেতে বসে থাকেন। তখন ইজিবাইক থেকে একজন মহিলা নামলে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ফাহাদ হোসেন মহিলা পুলিশ দিয়ে তাকে তল্লাশি করেন। এ সময় ওই নারীর নিকটে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করেন। আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশ ও জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।