ডন প্রতিবেদক, এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ : প্রথম শ্রেণির নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাটাপাড়ার রাস্তা এখনও পর্যন্ত পাকাকরণ করা হয় নি। ফলে বন্যায় আর একটু বৃষ্টিতেই এ অঞ্চলের রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। নওগাঁ পৌরসভাটি ১৯৮৭ সালে প্রথম শ্রেণির মর্যাদা লাভ করলেও রাস্তাঘাট দেখে তৃতীয় শ্রেণির পৌরসভা ভাবারও কোনও অবকাশ নেই বলেই মনে করেন এলাকাবাসি।
এ বিষয়ে ৪ নম্বর ওয়ার্ড কমিশনার আব্দুল মালেক শেখ খোয়াজ এরসঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
পরে খুদে বার্তা পাঠানো হলেও নিরুত্তর থাকেন তিনি।
এ ব্যাপারে পৌরসভার মেয়র নাজমূল হক সনি বলেন, লাটাপাড়ার রাস্তার ব্যাপারে অনেকবার লিখিত দরখাস্ত পেয়েছি। বরাদ্ধের অভাবে এখন পর্যন্ত রাস্তাটি পাকা করা সম্ভব হয় নি।
‘এখন পৌরসভার বিভিন্ন রাস্তার কাজ চলছে। এবার বরাদ্দ পেলেই রাস্তাটির কাজ করা হবে।’
‘আগামিতে রাস্তাটি পাকা করার ব্যাপারে আমার পক্ষ থেকে চেষ্টার কোনও অভাব থাকবে না।’