৩০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

৩০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : পরিত্যক্ত অবস্থায় ৩০ মণ (১ হাজার ২০০ কেজি) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নৌ পুলিশ জানিয়েছে, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ মুন্সীগঞ্জ জেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানার কাটপট্টি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। জব্দ হওয়া জাটকাগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এসব জাটকা গরীব-দুঃখী ও এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। নৌ পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদার তত্ত্বাবধানে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌ পুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে থাকে। ‘জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে দেশের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে তথা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।’