২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত নারীদের ৪টি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই অংশ হিসেবে ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
এক্ষেত্রে ২০১৪ সালের পর আবারো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেলো বাংলাদেশ। ২০২৫ সালে নারীদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৬ সালে ইংল্যান্ড এবং ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা।
আজ মঙ্গলবার (২৬ জুলাই) যুক্তরাজ্যে আইসিসির বোর্ড সভায় আয়োজকদের এসব নাম চূড়ান্ত করা হয়।