সংবাদ বিশ্লেষণ : গত ৪ বছর শাবিপ্রবি অনেক ভালো চলেছে বললেন কেনো শিক্ষামন্ত্রী?

সংবাদ বিশ্লেষণ : গত ৪ বছর শাবিপ্রবি অনেক ভালো চলেছে বললেন কেনো শিক্ষামন্ত্রী?
ডন প্রতিবেদন : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদেরসঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টা থেকে রাত ৮টা অবধি ওই বৈঠক চলে। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষামন্ত্রী দুইবার একটি কথা বলেছেন। আর সেটি হলো, গত ৪ বছর শাহজালাল বিশ্ববিদ্যালয় আগের চেয়ে অনেক ভালো চলেছে। এ কথাটির পেছনের কারণ হিসেবে বিশেষজ্ঞরা অন্য কিছু দেখছেন। এক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের না থাকার বিষয়টিকেই তুলে ধরা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। কারণ গত ৩ বছর আগে চাকুরি থেকে অবসরে গেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। আর তাঁর অবসরে যাওয়ার পরের সময়টাকেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ‘সফল সময়’ হিসেবে উল্লেখ করছেন শিক্ষামন্ত্রী। এক্ষেত্রে কেউ কেউ বলছেন, আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে টেকনোক্র্যাট হিসেবে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন শিক্ষাবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। কারণ তিনি শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। আর তাঁর অন্যতম অবদান হিসেবেই শিক্ষার্থীরা এখন খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারেন এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সম্পূর্ণ পেপারলেস পদ্ধতিতে। আর শিক্ষামন্ত্রীর শুধু আলোচনার কথা বলার বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীরা প্রথমে আলোচনায় রাজি হয়েও পরে মত বদল করায় এক রকম ক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রী। আর তিনি এ কারণেই এখনও আলোচনার কথাই বলছেন।