লোহিত সাগরে ৬ হুথি ড্রোন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে ৬টি হুথি ড্রোন ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরে আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক পানিপথকে নিরাপদ রাখতে তাঁদের নৌবাহিনী ইয়েমেনের হুথি যোদ্ধাদের এটাক ড্রোনগুলো ধবংস করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) ইয়েমেনের সময় সন্ধ্যা ৬টা ও রাত ১০টার দিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড হুথিদের পাঠানো ছয়টি মনুষ্যবিহীন আকাশ যান বা ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কেউ হতাহত হন নি। একইসঙ্গে তাঁদের বা তাঁদের জোটের কোনও জাহাজেরও কোনও ক্ষয়ক্ষতি হয় নি।
সেন্টকম আরও জানিয়েছে, ড্রোনগুলো ওই এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর জন্য আসন্ন হুমকি হয়ে দাঁড়িয়েছিলো।
বিজনেস টাইমস জানায়, সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে আরও জানায়, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোনগুলো পাঠানো হয়েছিলো।
ইসরায়েলে হামাস হামলা চালানোর পর গাজায় ইসরায়েল হামলা চালায়। আর গাজায় ইসরায়েল হামলা চালানোর পর লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে গত অক্টোবর থেকে হামলা চালিয়ে যাচ্ছে হুথিগোষ্ঠী। এরপর ইসরায়েলের পক্ষ হয়ে হুথি সন্ত্রাসীদের ওপর হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
সেন্টকমের তথ্য এবং ড্রোন হামলা সম্পর্কে হুথিদের কোনও মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায় নি।