রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ১০ দিনের শোক।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৬) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেসের বরাত দিয়ে এমনটি নিশ্চিত করেছে ব্রিটিশ মিডিয়া বিবিসি। তাঁর মৃত্যুতে ১০ দিনের শোক ঘোষণা করেছে যুক্তরাজ্য।
এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শ্রদ্ধাজ্ঞাপন এবং নীরবতা পালনসহ রয়েছে নানা আনুষ্ঠানিকতা। উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে শেষ বিদায় জানানোর পর রানী দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্ত করা হবে।
ইতোমধ্যে লন্ডনে বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হয়েছেন হাজারো মানুষ। তাঁরা তাঁদের প্রিয় রানীর মৃত্যুতে শোকাহত। ব্রিটিশ সিংহাসনে সবচেয়ে বেশি সময় ছিলেন রানী। ৭০ বছর ধরে নানা ঘটনার সাক্ষী হয়েছেন। ব্রিটেনকে সফলতার শিখরে পৌঁছাতে রয়েছে তাঁর অসামান্য অবদান। একইসঙ্গে দেশের নাগরিকদের ভালোবাসার কারণে তিনিও তাঁদের ভালোবাসার মানুষে পরিণত হন। তাই রানীকে হারানোর শোক তাঁদের কাছে অনেক গভীর।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বাকিংহাম প্যালেস থেকে রানীর মৃত্যু সংবাদ জানানোর পর থেকেই সেখানে জড়ো হচ্ছেন নানা শ্রেণি পেশার মানুষ। তাঁরা ফুল হাতে অপেক্ষা করছেন রানীকে শেষ শ্রদ্ধা জানাতে। অনেকেই প্যালেসের গেটে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রানীর মৃত্যুর খবর শুনে বাকিংহাম প্রাসাদের বাইরে কান্নায় ভেঙে পড়ছেন বহু মানুষ।
এ ছাড়া লন্ডনের কুইন ভিক্টোরিয়া মেমোরিয়ালেও জড়ো হয়েছেন অনেক মানুষ।
বিবিসির খবরে জানা গেছে, যুক্তরাজ্যের সংসদ সদস্যরা আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) হাউস অব কমন্সে রানীকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। তাঁরা মধ্যাহ্ন থেকে অধিবেশনে যোগ দিবেন। যা স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত স্থায়ী হবে। এর পরদিন শনিবারও অধিবেশন বসবে। ব্রিটেনে সাধারণত শনিবার অধিবেশন বসে না। এদিন জ্যেষ্ঠ সংসদ সদস্যরা রাজা তৃতীয় চার্লসের কাছে শপথ নিবেন।