রাজধানীর ৫ স্থানে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে এসব অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সূচি অনুসারে, আজ প্রথম দিন ২৭ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টারে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এবার বিশেষ ব্যবস্থাপনায় রাজধানীর ৫টি স্থান থেকে টিকিট বিক্রি করা হচ্ছে। কমলাপুর স্টেশনে সমগ্র পশ্চিমাঞ্চল ও খুলনাগামী ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তঃনগর ট্রেনের টিকিট এবং তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী, দেওয়ানগঞ্জ স্পেশালসহ ওই অঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের এবং ফুলবাড়িয়া পুরনো রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে ৬ জোড়া বিশেষ ট্রেন চালু করা হবে। সেগুলো হলো : চাঁদপুর স্পেশাল ২ জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল ২ জোড়া, খুলনা স্পেশাল ১ জোড়া। এসব ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না, কাউন্টার থেকে কিনতে হবে। ঈদ উপলক্ষে এর আগে বিভিন্ন সময় টিকিট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে। এজন্য এবার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি দেখানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। কাউন্টার থেকে এক ব্যক্তি ৪ জনের টিকিট কাটতে পারছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে। এ ছাড়া, প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য একটি করে আলাদা কোচ সংযোজন করা হচ্ছে। ঈদের অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেওয়া হবে না বলেই জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।