বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ!

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ!
ডন প্রতিবেদন : রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাঁদেরমধ্যে দুইজন শিশুও রয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন : সাইদ হাসান, তাঁর স্ত্রী রেখা আক্তার, ১০ বছর বয়সী মেয়ে সাফা এবং ৯ বছরের ছেলে সাফিয়ান। ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাঙলা কাগজ ও ডনকে বলেন, আজ ভোরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানাকে অবগত করা হয়েছে। দগ্ধ সাইদের ভাতিজা মো. রাজিব বাঙলা কাগজ ও ডনকে জানান, তিন তলা বাড়িটির তৃতীয় তলায় রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।