ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে জাল টাকা বিক্রি করতো চক্রটি!
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার ব্যবসায়ীরা। এজন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে বেছে নেয় চক্রটি। বুস্টিং করে বিজ্ঞাপন দিয়ে পাইকারি ও খুচরা বিক্রেতা সংগ্রহ করে। তাদের কাছে বাংলাদেশি টাকা ছাড়াও মালয়েশিয়া, ওমান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের জাল নোট পাওয়া যায়। এমনই একটি জাল নোট তৈরি চক্রের মূল হোতা পারভেজ হোসাইনসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ মার্চ) ভোরে রাজধানীর রূপনগর থানার ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন: পারভেজ হোসেন, রুবেল ইসলাম ওরফে হৃদয়, নুর আলম ওরফে সাগর ও মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাকিম। ফেসবুকে বুস্টিং করে জাল টাকা বিক্রি করতেন তারা।
এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৪৯ হাজার টাকা মূল্যমানের জাল নোট, যার মধ্যে ২০০ টাকার জাল নোট ১ হাজার ২৪০টি এবং ১ হাজার টাকার জাল নোট একটি, মালয়েশিয়ার ৫০ রিংগিত মূল্যমানের জাল নোট ৪০টি, ওমানের ৫০ রিয়াল মূল্যমানের জাল নোট ৪২টি, সৌদি আরবের ২০ রিয়াল মূল্যমানের জাল নোট ২৩টি, সংযুক্ত আরব আমিরাতের ২০ দিরহাম মূল্যমানের জাল নোট ৪২টি, জাল নোট তৈরিতে ব্যবহৃত প্রিন্টার, ল্যাপটপ, ৫০ পাতা সাদা কাগজ, কেমিক্যালসহ চারটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় র্যাব-১-এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।