পরামর্শ : কালাম আঝাদ
প্রিয় বন্ধুরা,
আপনাদের জন্য আজকে আমি একটি বিষয়ে পরামর্শ দেবো। আর সেটি হলো : হোস্টেল, মেস বা হোটেলে রুমমেট বা মেসমেট বা হোটেলমেট দ্বারা নিয়ন্ত্রণের চেষ্টা হলে কী করবেন। প্রথম বিষয় হলো : আপনার স্বকীয়তা আপনাকেই বজায় রাখতে হবে। সেজন্য পাশের লোকটির সঙ্গে কখনোই ঝগড়ায় জড়াবেন না। তাকে বা তাদেরকে বোঝাতে হলে যুক্তির মাধ্যমে বোঝান। পাশের লোকটি বা মেসমেট বা হোটেলমেট কেউ আপনার সঙ্গে রেগে গেলে তার সাইকোলজি বুঝুন। পরে বিষয়টি তাকে বুঝিয়ে বলুন। মনে রাখুন আপনার নিজস্ব বৈশিষ্ট্য আপনাকেই বজায় রাখতে হবে। কারণ কারও দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আপনি আপনাকে হারিয়ে ফেলতে পারেন না। আসল কারণ, এই আপনি আজকে পর্যন্ত আসতে অনেক কাটখড় পোড়াতে হয়েছে।
অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য ডে, সেটা হতে পারে হাঁটার সময় আপনার ওপর নিয়ন্ত্রণ। তখনও আপনি আপনার স্বকীয়তা বজায় রেখে চলুন। তবে কখনোই ঝগড়ায় জড়াবেন না।