তিনদিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : মেঘের রাজ্য সাজেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে উপভোগ করতে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে তিনদিনের সফরে সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির সফরকালে সাজেক পর্যটনের কোনও কর্টেজ ও রিসোর্ট বন্ধ থাকবে না বলে জানিয়েছে রাঙামাটির জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, শনিবার থেকে সোমবার পর্যন্ত রাষ্ট্রপতি পর্যটন সাজেক ভ্যালিতে তিনদিন অবস্থান করে সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করবেন। ইতোমধ্যে রাষ্ট্রপতি সফরকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক মোশারফ হোসেন খান বলেন, রাষ্ট্রপতি সাধারণ পর্যটকদের মতো সাজেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করবেন। রাষ্ট্রপতি সফরকালে সাজেকের কোনও কর্টেজ ও রিসোর্ট বন্ধ থাকবে না। পর্যটকরা আগে যেভাবে সাজেকের পর্যটন স্পটগুলোতে ঘোরাফেরা করেছেন ঠিক সেভাবেই ঘুরতে পারবেন।
প্রসঙ্গত, এর আগে গত বছর ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রাষ্ট্রপতির সাজেক সফরের কথা থাকলেও পরে ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করে রাষ্ট্রপতির কার্যালয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলো সাজেক কটেজ মালিক সমিতি।