ডিইউজের নতুন সভাপতি সোহেল। সাধারণ সম্পাদক আকতার হোসেন।
ডন প্রতিবেদন : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী। এবং সাধারণ সম্পাদক হয়েছেন আকতার হোসেন। ঘোষিত ফলাফলে সোহেল হায়দার চৌধুরী ৭২৪ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৬৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৭৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মঞ্জুরুল আহসান বুলবুল এ ফলাফল ঘোষণা করেন। এর আগে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যা ৬টার পর ভোট গণনা শুরু হয়। ঘোষিত ফলাফলে আইন বিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী ১ হাজার ৫৯ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাকিলা পারভীন ৮৮১ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ ৮৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে ৬৭৩ ভোট পেয়ে এম এ কুদ্দুস, ৫৩৫ ভোট পেয়ে সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ, ৬৫৫ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম, ৭২৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম, ৭৬৮ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজু হামিদ, ৭২০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান, ৭৬৪ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে জুবায়ের রহমান চৌধুরী এবং ৭০৫ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্যদেরমধ্যে মুজিব মাসুদ ৬৭৫ ভোট, দুলাল খান ৬৪৪ ভোট, ইব্রাহিম খলিল খোকন ৬২৪ ভোট, আসাদুর রহমান ৬০৭ ভোট, সলিম উল্লাহ সেলিম ৬০৬ ভোট, আনোয়ার হোসেন ৫৪৫ ভোট, মহিউদ্দিন পলাশ ৫৪৫ ভোট এবং রেহানা পারভীন ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ডিইউজের দুই বছর মেয়াদি কমিটির এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭১ জন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯৬৮ জন। এতে তিনটি পরিষদ এ বার প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর আগে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ডিইউজের সর্বশেষ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছিলেন।