টাইফুনের আঘাতে দক্ষিণ চীন সাগরে জাহাজ দ্বিখণ্ডিত।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : দক্ষিণ চীন সাগরে টাইফুন ‘চাবা’-এর প্রভাবে একটি জাহাজ ভেঙে দুই টুকরো হয়ে গেছে। জাহাজটিতে ৩০ জন আরোহী ছিলেন। এর মধ্যে নিখোঁজ রয়েছেন ২৪ জন। হংকং থেকে প্রায় ৩ শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিখোঁজ ক্রুদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটি।
বিবৃতিতে বলা হয়েছে- প্রথম হেলিকপ্টার সেখানে পৌঁছার আগেই ক্রু সদস্যরা ঢেউয়ের তোড়ে ভেসে গেছেন।
এদিকে চীনে বছরের প্রথম টাইফুনের প্রভাবে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল গুয়াংডং প্রদেশসহ ওই অঞ্চলে রেকর্ড বৃষ্টিপাত এবং দুর্যোগের উচ্চঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন দেশটির আবহাওয়াবিদরা।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার দিকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ধেয়ে যাওয়া এই টাইফুনের নাম হিবিস্কাস ফুলের থাই নাম অনুযায়ী ‘চাবা’ রাখা হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, চাবার প্রভাবে ঝড় ও বৃষ্টিপাতের কারণে ম্যাকাও দ্বীপপুঞ্জে একজন আহত হয়েছেন।