খাগড়াছড়ির পানছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; এস চাঙমা সত্যজিৎ, খাগড়াছড়ি : ১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মতো বিশ্বের ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস প্রথম পালিত হয়। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও ইপসার সুখী জীবন প্রকল্পের উদ্যোগে ‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ স্লোগানে কিশোরী ও মাতৃসেবার মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলার পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কিশোরী ও মাতৃসেবা প্রদান করা হয়।
পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা তীরনা চাকমার সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিষয়ক সহকারী কর্মকর্তা ডাক্তার সুভাষ বসু চাকমা প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের ত্রিপাত চাকমা, বাবুল মিয়া, সুজেশ চাকমা, খোকন চাকমা, ইপসা সুখী জীবন প্রকল্পের দিপিকা চাকমাসহ সুবিধাভোগী কিশোরী এবং মা ও শিশুরা অংশ নেন।