সম্পাদকীয় মত, ডন ও বাঙলা কাগজ : আমি নিজেও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে পড়াশোনা করেছি। সুতরাং আমি জানি, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তেজ এবং তাঁদের অন্যায় মেনে না নেওয়া সম্পর্কে। সুতরাং আমি বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো, আমার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য আপনি পদত্যাগ করুন।
আপনি মনে রাখবেন, আপনার পদত্যাগ অনিবার্য হয়ে পড়েছে এ কারণে, কারণ আপনাকে অবরুদ্ধ করার পর ছাত্রীদের কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শটগান থেকে গুলি ছুড়েছে। তাতে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। আহত হয়েছেন আমার কোমলমতি বোনেরা। সেদিন রক্তাক্ত হয়েছেন অনেক ছাত্রও। আপনার উচিত ছিলো, ছাত্রদের রক্ত ঝড়া দেখে মর্মাহত হয়ে পড়া, তাঁদের পাশে দাঁড়ানো। কিন্তু আপনার এমন ভাব ছিলো যে, আপনাকে মনে হয় কেউ মেরে ফেলবে। সবমিলে ছাত্র-ছাত্রীদের রক্ত ঝড়ার সময়ই আপনার পদত্যাগ করা উচিত ছিলো। কিন্তু আপনি তা না করে কাল বিলম্ব করলেন। এখন শিক্ষার্থীরা আমরণ অনশনে আছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করেছেন। সুতরাং আপনার কাছে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কতোটুকু নিরাপদ, তা আমরা বুঝতে পারছি। আমরা মানছি, আপনি জিয়া চেয়ারের প্রস্তাবক নন। কিন্তু আপনি পদত্যাগ করুন- এখনই।
কারণ যে শিক্ষকের কাছে তাঁর ছাত্র এবং ছাত্রীদের জীবনের কোনও দামই নেই, তাঁকে আমরা চাই না। কখনোই নয়।