ডন প্রতিবেদন : কর্মী ছাটাইয়ের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে ৪ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যক্তিগত সুযোগ-সুবিধার তথ্য যাচাইয়ে নেমেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ব্র্যাক, সিটি, ডাচ্-বাংলা ও ইস্টার্ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস বিভাগের (এফআইসিএসডি) উদ্যোগ চারটি বিশেষ টিম গঠন করে এসব ব্যাংকের এমডিদের বেতন-ভাতা, বিদেশ ভ্রমণ এবং গাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য যাচাই করা হচ্ছে।
দ্বিতীয় পর্যায়ে আরও চার এমডির তথ্য যাচাই করা হবে বলে জানা গেছে।
প্রথম পর্যায়ে তথ্য যাচাইয়ের আওতায় থাকা ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংকের প্রধান নির্বাহীদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবিবির বর্তমান চেয়ারম্যান। ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার গত মেয়াদে সংগঠনটির চেয়ারম্যান ছিলেন। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন এবিবির ভাইস চেয়ারম্যান।
ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মোহাম্মদ শিরিন অবশ্য এবিবির কোনও দায়িত্বে নেই।
আগামী মার্চ থেকে কর্মকর্তা-কর্মচারীর ন্যূনতম বেতন-ভাতা, ছাঁটাই, পদোন্নতি, চাকরি স্থায়ী করা ও বার্ষিক বেতন বৃদ্ধি বিষয়ে গত ২০ জানুয়ারি সার্কুলার দেয় বাংলাদেশ ব্যাংক।
নির্দেশনা কার্যকরে ব্যাংকগুলোর অনীহার বিষয়টি জানার পর বাংলাদেশ ব্যাংক চাপ তৈরি জন্য এমডিদের সুযোগ সুবিধার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এর আগে নির্দেশনা পুনর্বিবেচনা ও বাস্তবায়নে আগামী জুন পর্যন্ত সময় চেয়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এমডিদের সংগঠন এবিবি গত ২৬ জানুয়ারি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদেরসঙ্গে বৈঠক করে।
বাংলাদেশ ব্যাংক দ্বিতীয় দফায় আরও চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ-সুবিধা যাচাই করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকগুলো হলো : আইএফআইসি, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।