এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম ৪ ঘণ্টায় এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট শেষ খবর পর্যন্ত ৭৩ আসনে পিছিয়ে রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় ১২টা ৪০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২২৫টি আসনে। অন্যান্য দলগুলো এগিয়ে ২০ আসনে। ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।
পশ্চিমবঙ্গে ভোট গণনায় এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে লোকসভার আসন ৪২টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ২৮ আসনে এগিয়ে রয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে ৩৩ আসনে এগিয়ে আছে। নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে ৯ আসনে।
এবারের ভোটে বিশ্লেষকদের নজরে ছিলো প্রধানত ছয়টি বড় রাজ্য। কর্নাটক (২৮), মহারাষ্ট্র (৪৮), বিহার (৪০), উত্তর প্রদেশ (৮০), পশ্চিমবঙ্গ (৪২) ও অন্ধ্র প্রদেশ (২৫)।
বেলা ১১টা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে, একমাত্র অন্ধ্র প্রদেশ ছাড়া বিজেপি ও তাঁর শরিকেরা ততোটা ভালো ফল করতে পারে নি। অন্ধ্র প্রদেশের সম্ভাব্য ভালো ফলের প্রধান ভাগীদার অবশ্যই তেলুগু দেশম। তাঁরা রাজ্য বিধানসভাও সম্ভবত দখল করতে চলেছে।
এদিকে ভারতীয় সময় দুপুরের পর থেকে ফলাফল কোন দিকে যাচ্ছে, তার চিত্র স্পষ্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তবে কয়েকটি আসনে ভোটের ফলাফল আসতে দেরি হতে পারে, এমনকি বুধবার (৫ জুন) পর্যন্ত তা গড়াতে পারে।