২৩ ফেব্রুয়ারি : ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা ব্যবহারের দাবি জানান।

ডন প্রতিবেদন : আজ ২৩ ফেব্রুয়ারি। আজকের দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৫৪তম দিন। এ হিসাবে, বছর শেষ হতে আরও ৩১১ দিন বাকি রয়েছে। আজকের দিনে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তাঁর দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তাঁর বিরোধিতা করেন। ঘটনাবলি : ৫৩২ : বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ান কনস্টান্টিনোপলে নতুন অর্থোডক্স খ্রিস্টান ব্যাসিলিকা হিসেবে হাজিয়া সোফিয়া নির্মাণের নির্দেশ দেন। ৬২৪ : ঐতিহাসিক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। ১৭৬৮ : হায়দ্রাবাদের নিজামেরসঙ্গে চুক্তি করে কর্নেল স্মিথে ব্রিটিশ আধিপত্য বিস্তার করে। ১৭৭৮ : আমেরিকান স্বাধীনতা যুদ্ধ : কন্টিনেন্টাল আর্মিকে প্রশিক্ষণে সহায়তা করার জন্য ব্যারন ভন স্টুবেন পেনসিলভানিয়ার ভেলি ফোর্জ‌ে পৌঁছান। ১৭৯৯ : ফরাসী সেনা কমান্ডার নেপোলিয়ান বোনাপার্ট মিশর দখলের পর শ্যামে হামলা চালায়। ১৮৩১ : সাপ্তাহিক ‘সংবাদ সুধাকর’ প্রকাশিত হয়। ১৮৫৪ : অরেঞ্জ ফ্রি স্টেটের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ১৮৭১ : লন্ডনে ইউরোপীয় সরকারগুলোর প্রতিনিধিদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৮৮৬ : বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান অ্যালুমিনিয়াম উৎপাদনের সূত্র আবিষ্কার করেন । ১৮৮৭ : ফ্রেঞ্চ রিভিয়েরায় ভূমিকম্পের ফলে প্রায় ২ হাজার মানুষ নিহত হন। ১৮৯৮ : একটি খোলা চিঠি লেখার দায়ে ফ্রান্সে এমিল জোলাকে কারাবাস দেওয়া হয়। ১৯১৭ : রাশিয়ার পিটার্সবার্গে প্রথম আন্দোলনের মাধ্যমে ফেব্রুয়ারি বিদ্রোহের সূত্রপাত ঘটে। ১৯১৮ : সোভিয়েত লাল ফৌজ প্রতিষ্ঠিত হয়। ১৯১৩ : মেক্সিকোর পদচ্যুত রাষ্ট্রপতি ফ্রান্সিসকো মাদেরো গুলিতে নিহত হন। ১৯১৯ : বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদী দল গঠন করে। ১৯৪২ : দ্বিতীয় বিশ্বযুদ্ধ : জাপানি সাবমেরিন ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার নিকট উপকূলে গোলাবর্ষণ করে। ১৯৪৪ : সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চেচেন ও ইংগুশদেরকে উত্তর ককেসাস থেকে মধ্য এশিয়ায় জোরপূর্বক স্থানান্তর শুরু হয়। ১৯৪৭ : দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন (ISO) তথা আন্তর্জাতিক মান সংস্থা প্রতিষ্ঠিত হয়। ১৯৪৮ : ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তাঁর দাবি অগ্রাহ্য হয়। এমনকি গণপরিষদের অনেক বাঙালি সদস্যও তাঁর বিরোধিতা করেন। ১৯৫২ : ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে প্রথম শহিদ মিনার নির্মাণ শুরু করে রাত্রিরমধ্যে তা সম্পন্ন হয়। ১৯৬৬ : সিরিয়ায় বাথ পার্টির সদস্য সালাহ জাদিদ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। এর ফলে জেনারেল আমিন আল-হাফিজের নেতৃত্বাধীন পূর্বের বাথপন্থি সরকার অপসারিত হয়। ১৯৬৯ : সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। ১৯৬৯ : গণঅভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন। ১৯৯১ : উপসাগরীয় যুদ্ধ : স্থল সেনারা সৌদি আরবের সীমানা অতিক্রম করে ইরাকে প্রবেশ করে। ফলে যুদ্ধের স্থল পর্যায় শুরু হয়। ১৯৯৭ : স্কটল্যান্ডের ইডেনবার্গের রোর্সালন ইনস্টিটিউটের গবেষকগণ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ক্লোন ভেড়া ডলির জন্মের কথা প্রকাশ করেন। ১৯৯৯ : কুর্দি বিদ্রোহী নেতা আবদুল্লাহ ওজালান আঙ্কারায় রাষ্ট্রোদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত হন। জন্ম : ১৪১৭ : পোপ দ্বিতীয় পল জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৪৭১ খ্রিস্টাব্দ) ১৪৪৩ : ম্যাথিয়াস কোরভিনাস, হাঙ্গেরীয় রাজা জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৪৯০ খ্রিস্টাব্দ) ১৬৩৩ : ইংরেজ সৈনিক ও রাজনীতিক স্যামুয়েল পেপয়স জন্মগ্রহণ করেন। ১৬৮৫ : জার্মান বংশোদ্ভূত ইংরেজ অর্গানবাদক ও সুরকার জর্জ ফ্রিডেরিক হান্ডেল জন্মগ্রহণ করেন। ১৭২৩ : রিচার্ড‌ প্রাইস, ওয়েলশ-ইংরেজ মন্ত্রী ও দার্শনিক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৭৯১ খ্রিস্টাব্দ) ১৮৪০ : কালীপ্রসন্ন সিংহ, বাঙালি সাহিত্যিক, মহাকাব্য মহাভারতের বাংলায় অনুবাদক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৮৭০ খ্রিস্টাব্দ) ১৮৪০ : কার্ল মেনগের, অস্ট্রীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৯২১ খ্রিস্টাব্দ) ১৮৫০ : সিজার রিটজ, সুইস ব্যবসায়ী জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৯১৮ খ্রিস্টাব্দ) ১৮৬৮ : আমেরিকান সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ ও সমাজসেবী ডব্লিউ ই বি ডু বইস জন্মগ্রহণ করেন। ১৮৭৪ : এস্তোনিয়া আইনজীবী, রাজনীতিক ও ১ম রাষ্ট্রপতি কনস্টানটিন পাটস জন্মগ্রহণ করেন। ১৮৮৩ : জার্মানি সুইস মনোবিজ্ঞানী ও দার্শনিক কার্ল জাস্পেরস জন্মগ্রহণ করেন। ১৮৮৯ : ভিক্টর ফ্লেমিং, মার্কিন পরিচালক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৯৪৯ খ্রিস্টাব্দ) ১৮৯৭ : রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ০৭/০২/১৯৯২ খ্রিস্টাব্দ) ১৮৯৯ : এরিক কাস্টনার, জার্মান লেখক ও কবি জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ১৯৭৪ খ্রিস্টাব্দ) ১৯১৩ : প্রতুল চন্দ্র সরকার, পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ০৬/০১/১৯৭১ খ্রিস্টাব্দ) ১৯২৪ : নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ অ্যালান ম্যাকলিয়ড করমাক জন্মগ্রহণ করেন। ১৯৪০ : পিটার ফন্ডা, মার্কিন অভিনেতা জন্মগ্রহণ করেন। (মৃত্যু : ২০১৯ খ্রিস্টাব্দ) ১৯৪৮ : ইংরেজ পরিচালক ও প্রযোজক বিল আলেকজান্ডার জন্মগ্রহণ করেন। ১৯৫৪ : ইউক্রেনীয় রাজনীতিক ও ৩য় প্রেসিডেন্ট ভিক্টর য়ুশ্চেনকো জন্মগ্রহণ করেন। ১৯৫৯ : ক্লেটন এন্ডারসন, মার্কিন প্রকৌশলী ও জ্যোতির্বিজ্ঞানী জন্মগ্রহণ করেন। ১৯৬০ : অ্যালেন গ্রিফিন, অস্ট্রেলীয় রাজনীতিক জন্মগ্রহণ করেন। ১৯৬৫ : আমেরিকান ব্যবসায়ী ও ডেল প্রতিষ্ঠিত মাইকেল সল ডেল জন্মগ্রহণ করেন। ১৯৭৪ : দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন। ১৯৮১ : ইংরেজ ফুটবলার গ্যারেথ ব্যারি জন্মগ্রহণ করেন। ১৯৮৩ : এমিলি ব্লান্ট, মার্কিন ইংরেজ অভিনেত্রী ও গায়িকা জন্মগ্রহণ করেন। ১৯৯২ : ব্রাজিলিয়ান ফুটবলার সাসেমিরো জন্মগ্রহণ করেন। ১৯৯৪ : ডাকোটা ফ্যানিং, মার্কিন অভিনেত্রী জন্মগ্রহণ করেন। মৃত্যু : ৬৬৫ : আবু মুসা আশরায়ী (র.), বিশিষ্ট সাহাবী। ৭১৫ : প্রথম আল-ওয়ালিদ, উমাইয়া খলিফা। (জন্ম : ৬৬৮ খ্রিস্টাব্দ) ১৪৪৭ : পোপ চতুর্থ ইউজেন। (জন্ম : ১৩৮৩ খ্রিস্টাব্দ) ১৭৬৬ : পোলিশ রাজা স্টানিস্লাও লেসযচয্য়ন্সকি মৃত্যুবরণ করেন। ১৭৯২ : ইংরেজ চিত্রশিল্পী জশুয়া রেনল্ডস মৃত্যুবরণ করেন। ১৮২১ : ইংরেজ কবি জন কিটস মৃত্যুবরণ করেন। ১৮৪৮ : জন কুইন্সি এডাম্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি। (জন্ম : ১১/০৭/১৭৬৭ খ্রিস্টাব্দ) ১৮৫৫ : কার্ল ফ্রিড্‌রিশ গাউস, জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী। ১৯০৪ : মহেন্দ্রলাল সরকার ভারতীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ সংস্কারক ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সায়েন্সের প্রতিষ্ঠাতা। (জন্ম : ২/১১/১৮৩৩ খ্রিস্টাব্দ) ১৯৩৪ : এডওয়ার্ড ইলগার, ইংরেজ সুরকার ও শিক্ষাবিদ। ১৯৪৫ : আলেক্সেই‌ নিকলাইয়েভিচ তল্‌স্তোয়, সোভিয়েত রুশ লেখক। ১৯৪৭ : হাকিম হাবিবুর রহমান, বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক ও রাজনীতিক। ১৯৫৫ : ফরাসি কবি, লেখক ও নাট্যকার পল ক্লাউডেল মৃত্যুবরণ করেন। ১৯৬২ : সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী। (জন্ম : ১৮/০৬/১৮৭৫ খ্রিস্টাব্দ) ১৯৬৫ : ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেল মৃত্যুবরণ করেন। ১৯৬৯ : মধুবালা, ভারতীয় অভিনেত্রী। (জন্ম : ১৯৩৩ খ্রিস্টাব্দ) ১৯৭৩ : নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ডাক্তার ডিকিনসন ডাব্লিউ রিচার্ডস মৃত্যুবরণ করেন। ১৯৭৬ : নোবেলশান্তি পুরস্কার বিজয়ী রানে কাস্যাঁ মৃত্যুবরণ করেন। ১৯৯৬ : পল সাগপাক, এস্তোনীয় ভাষাবিদ। (জন্ম : ১৯১০ খ্রিস্টাব্দ) ১৯৯৮ : রমন লাম্বা, ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। ২০০১ : রবার্ট এনরিকো, ফরাসি পরিচালক ও চিত্রনাট্যলেখক। (জন্ম : ১৯৩১ খ্রিস্টাব্দ) ২০০৮ : স্লোভেনীয় অর্থনীতিবিদ, রাজনীতিক ও দ্বিতীয় প্রেসিডেন্ট জানেয ডরনোভসেক মৃত্যুবরণ করেন। ২০১৫ : রানা ভগবানদাস, পাকিস্তানি আইনজীবী ও বিচারক, পাকিস্তানের প্রধান বিচারপতি। (জন্ম : ১৯৪২ খ্রিস্টাব্দ) ২০১৯ : ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক। (জন্ম : ১৯২৯ খ্রিস্টাব্দ) ছুটির দিন এবং উদযাপন : খ্রিস্টান উৎসবের দিন : স্মিরনার পলিকার্প সেরেনাস দ্য গার্ডেনার ফেব্রুয়ারি ২৩ (ইস্টার্ন অর্থোডক্স লিটারজিক্স)। সম্রাটের জন্মদিন, জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর জন্মদিন। মাশরামনি-প্রজাতন্ত্র দিবস (গায়ানা)। মেটেসি (লাটভিয়া)। জাতীয় দিবস (ব্রুনাই)। রেড আর্মি ডে বা সাবেক সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত সেনাবাহিনী ও নৌবাহিনীর দিন, বিভিন্ন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রেও অনুষ্ঠিত হয়। পিতৃভূমি দিবসের ডিফেন্ডার (রাশিয়া)। ফাদারল্যান্ড এবং সশস্ত্র বাহিনী দিবসের ডিফেন্ডার (বেলারুশ)। সশস্ত্র বাহিনী দিবস (তাজিকিস্তান)।