১‌২ বছর হলে সবাই টিকা পাবেন। বুস্টার ডোজের বয়সসীমা কমে ৪০।

১‌২ বছর হলে সবাই টিকা পাবেন। বুস্টার ডোজের বয়সসীমা কমে ৪০।
ডন প্রতিবেদন : এখন থেকে ১২ বছর বয়সীরাও করোনাভাইরাসের টিকা পাবেন। আবার কমলো বুস্টার ডোজের বয়সসীমাও। এক্ষেত্রে ৪০ বছর বয়স হলেই যে কেউ পাবেন বুস্টার ডোজ। রবিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত বছরের ডিসেম্বরে করোনার টিকার নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেওয়া শুরু করে সরকার। প্রথমে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। দ্বিতীয় ডোজ পাওয়ার ছয়মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। ইতিমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। কিছু দিন পর ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হয়। এবার বয়সের সেই সীমা আরও কমিয়ে ন্যূনতম ৪০ করার সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ৫০ বছর বয়স থেকে বুস্টার ডোজ দিয়েছিলাম। কিন্তু তাতে লোকজন এগিয়ে আসে নি। তাই আমরা আজ থেকে ৪০ বছর বয়সে নামিয়ে আনলাম। যাদের বয়স ৪০ ঊর্ধ্ব তাঁরা সবাই এখন থেকে বুস্টার ডোজ নিতে পারবেন। এর মাধ্যমে আমরা আরও বেশি মানুষকে টিকা দিতে পারবো। আমাদের হাতে এখনো পর্যাপ্ত টিকা রয়েছে। আমরা এই টিকা সবাইকে দিতে চাই।’ জাহিদ মালেক আরও বলেন, এখন থেকে ১২ বছরের ওপরে যাঁরা আছেন, সবাইকে আমরা টিকা দেবো। শিক্ষার্থীসহ যাঁরা লেখাপড়া করছে না, কিন্তু ১২ বছর হয়েছে এমন সবাইকেই টিকা দেওয়া হবে। আমরা বাংলাদেশের প্রত্যেক নাগরিককে আহ্বান করবো, তাঁরা যেনো আমাদের থেকে টিকা নেয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও আহমেদুল কবির।