হিলিতে ভর্তুকিতে কৃষক পেলেন ধান কাটা ও মাড়াইয়ের মেশিন
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; শাহিনুর আলম শাহিন, হিলি : কৃষিকে যান্ত্রিকীকরণ করার লক্ষ্যে দিনাজপুরের হিলিতে সমন্বিত খামার কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৫০ ভাগ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩৯ লাখ টাকা মূল্যের একটি হারভেস্টার মেশিন (ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র) আলী হাটের কৃষক রায়হান হোসেনের কাছে হস্তান্তর করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর-এ-আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বাঙলার কাগজকে বলেন, ৩৯ লাখ টাকা মূল্যের এই মেশিন গ্রহণে কৃষক রায়হান দিয়েছেন ২৩ লাখ ২০ হাজার টাকা। আর সরকারি ভর্তুকি ১৫ লাখ ৮০ হাজার টাকা।