সবুজ ও গেরুয়া রঙে কৃৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ভুট্টার ক্ষেতে লকলকে সবুজ পাতার ফাঁকে আসতে শুরু করেছে ফুল ও ভুট্টার মোচা। তা দেখে কৃষকের মুখে ফুটেছে হাসি। আর এবার লক্ষ্যমাত্রার চেয়েও অধিক জমিতে ভুট্টা চাষ হয়েছে বলছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ূন কবির। তিনি বলছেন, স্বল্প সময়ে অধিক লাভের আশায় অল্প পুঁজিতে ভুট্টা চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভুট্টা চাষীরা।
ভুট্টা মানুষের জন্য যেমন পুষ্টিকর, তেমনি পোলট্রির খাবারসহ বিভিন্ন খাবারে যুক্ত হওয়ায় এর চাহিদা ব্যাপকহারে বেড়েছে।
শুধু ধান চাষের ওপর নির্ভরশীল কৃষি জমিতে ভুট্টা চাষ এনে দিয়েছে নতুন গতি। আবার ভুট্টা আবাদের সঙ্গে সাথী ফসল চাষেও বাড়তি অর্থ পাচ্ছেন চাষীরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভুট্টার চাষে অনুকূল আবহাওয়া ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকদের আগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে স্বল্প খরচে যথাসময়ে ভালো পরিমাণে ভুট্টা পাওয়া যাচ্ছে।