ডন প্রতিবেদন : ষষ্ঠ ধাপে দেশের ২১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে সোমবার (৩১ জানুয়ারি)। এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।
জানা গেছে, নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান করছেন।
এদিন ২২ জেলার ৪২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতোমধ্যে পাঁচ ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৫টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ১ হাজার ইউনিয়ন পরিষদে এবং চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউনিয়নে ভোটগ্রহণ হয়।
পঞ্চম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮টি ইউনিয়নে ভোট হয়েছে।
আর সোমবার হচ্ছে ষষ্ঠ ধাপে ২১৮টি ইউনিয়নে ভোট।