শহিদদের শ্রদ্ধা জানাতে সাইকেলে করে কলকাতা থেকে ঢাকায়
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে কলকাতা থেকে ঢাকায় এসেছেন একদল ভারতীয় নাগরিক। ৫ শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসা দলের সদস্যরা ২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে জাতীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
দলের এক সদস্য জানান, পশ্চিমবঙ্গের ‘হান্ড্রেড মাইলস’ নামে একটি সংগঠনের উদ্যোগে তাঁরা বাইসাইকেল চালিয়ে ঢাকায় আসার উদ্যোগ নেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ২০১২ সাল থেকে তাঁরা নিয়মিত বাংলাদেশে এসে শহিদ মিনারে শ্রদ্ধা জানিয়ে আসছেন। তবে কোভিড মহামারির কারণে গেলো দুই বছর তাঁরা আসতে পারেন নি।
গত ১৪ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাব থেকে বাইসাইকেলে করে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন ১৫ সদস্যের দলটি। কলকাতা-সোদপুর-বারাসাত-বনগাঁ-পেট্রাপোল সীমান্ত পেরিয়ে গেলো ১৬ ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশে প্রবেশ করেন। পরে বেনাপোল হয়ে প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে ১৯ ফেব্রুয়ারি তাঁরা ঢাকায় পৌঁছান।
ঢাকায় প্রবেশের প্রথম দিন দলটি ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সকালে খালি পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এইদিনই ঢাকা ত্যাগ করবেন তাঁরা। তাঁদের মধ্যে চিকিৎসক, শ্রমিক, শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি চাকরিজীবীও রয়েছেন।
দলটিতে থাকা গৌতম মৃধা নামের এক সদস্য বাঙলার কাগজ ও ডনকে বলেন, ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ স্লোগানকে বুকে ধারণ করে তাঁরা যাত্রা শুরু করেন। যে নামেই ডাকি, ভাষার বাঁধনে বাঁধা দুই দেশ। সেই বাঁধন থেকেই তাঁরা বাংলাদেশে আসেন। আগামীতেও আসবেন বলেও জানান তিনি।