শাবিপ্রবির আন্দোলনে অসুস্থ হওয়া শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার নিলেন প্রধানমন্ত্রী।

ডন প্রতিবেদক, শাহজালাল বিশ্ববিদ্যালয় : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যে পদত্যাগ দাবিতে চলা আন্দোলনে পুলিশেরসঙ্গে সংঘর্ষে আহত ও অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্থনীতি বিভাগের ছাত্র মীর রানা এ ব্যাপারে জানান। রানা জানান, গত রবিবার (১৬ জানুয়ারি) শিক্ষার্থীদেরসঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন চলাকালে অসুস্থ সকল শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভারও তিনি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আন্দোলনকারীদেরসঙ্গে যোগাযোগ করে এই টাকা পৌঁছে দেওয়া হবে।