রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭ মার্চ পালন
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ ও ডন; স্বপন বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে জেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় এখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত আসনের সাংসদ সালমা চৌধুরী রুমা এবং অ্যাডভোকেট খোদেজা নাসরিন হোসেন আক্তার।
পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার এবং জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।