ডন প্রতিবেদন : রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামের এক ঠিকাদার ও দন্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। আজ রবিবার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহতাব উদ্দিন বাঙলা কাগজ ও ডনকে বলেন, বুলবুল নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে মারা গেছেন। তাঁর পায়ে ছুরিকাঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মগবাজারে রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে চিকিৎসক বুলবুলের। তিনি শেওড়াপাড়া এলাকায় থাকতেন। সকালে নোয়াখালী যাওয়ার জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কোনও ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল নিহত হলে, তাঁর পকেটে থাকা ১২ হাজার টাকা নিয়ে যেতেন। কিন্তু বুলবুল যেহেতু ঠিকাদারিরসঙ্গে সম্পৃক্ত। সুতরাং পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড হতে পারে বলেই পরিবারের সদস্যদের ধারণা।