বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও ভাষা সৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী মারা গেছেন।
নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও ভাষা সৈনিক আবদুল গাফ্ফার চৌধুরী মারা গেছেন। আবদুল গাফ্ফার চৌধুরীর ঘনিষ্ঠ সাংবাদিক আলী হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
একই তথ্য নিশ্চিত করেছেন আবদুল গাফ্ফার চৌধুরীর ঘনিষ্ঠ জ্যেষ্ঠ সাংবাদিক স্বদেশ রায়-ও। তিনি বলেন, যুক্তরাজ্যের লন্ডনের একটি হাসপাতালে লন্ডন সময় বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।
৮৮ বছর বয়সী গাফ্ফার চৌধুরী বিভিন্ন দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন।
ভাষা সৈনিক গাফ্ফার চৌধুরী কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।
১৯৩৪ সালে বরিশালে জন্ম নেওয়া গাফ্ফার চৌধুরী ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’র দায়িত্ব নেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্ফার চৌধুরী।
১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর সেখানেই স্থায়ী হন। লন্ডন থেকে দেশের সংবাদপত্রে নিয়মিত কলাম লিখেন তিনি।