নিজস্ব প্রতিবেদন, বাঙলা কাগজ : বিশ্বজুড়ে পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস। ২২ এপ্রিল পালিত হওয়া এবারের ‘আর্থ ডে’র মূল লক্ষ্য ছিলো পরিবেশ ও প্রকৃতি রক্ষার মাধ্যমে পৃথিবীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা।
জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করার জন্য দিবসটি প্রতি বছর পালন করা হয়।
‘আমাদের পৃথিবীতে বিনিয়োগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি পালন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচুর লোক সমাগম ঘটে। তখন দেশটির প্রায় ২ কোটি মানুষ রাজপথে জড়ো হয়েছিলো।
মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালে দিবসটি চালু করেন। এরপর থেকেই দিবসটি প্রতিবছর পালিত হয়ে আসছে। এ দিনটিতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ পরিবেশ বিষয়ক নানান কার্যক্রমে অংশ নেন।
এদিকে বিশ্ব ধরিত্রী দিবসে গাছপালা এবং মানুষ গাছ লাগাচ্ছে এমন চিত্র দিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছে গুগল ডুডল। গুগল এ দিবসটিতে ইউটিউবেও একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে একটি শিশু গাছের বীজ বপন করছে।
ফেসবুক তার বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। দিবসটি উপলক্ষে ফেসবুক একটি লাইভ স্ট্রিমিংয়েরও আয়োজন করেছে।
বাংলাদেশ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সিরডাপ মিলনায়তনের সেমিনার হলে ‘পৃথিবীকে রক্ষা করতে বাস্তুসংস্থানসমূহ নিরাপদ করি’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
https://www.youtube.com/watch?v=etSjxmA4HwE