বর্ষবরণ : কালাম আঝাদ
রঙ লেগেছে রঙ লেগেছে আজ মনে রঙ লেগেছে
আজই এই বর্ষবরণে মনে সুর জেগেছে
বাঁশরিয়া বাজাও বাঁশি সুরের পানে আজ
মাঝি তুমি নৌকা চালাও গলা ছাড়ো, নাই লাজ
পদ্ম তুমি ফুটে যাও গোলাপের মতো হয়ে
মন তুমি উড়ে যাও পাখির মতো গেয়ে
পাখি তুমি নেচে যাও সুরের তালে তালে
বাতাস তুমি হাওয়া দাও নৌকার ওই পালে
হাওয়া তুমি বেতাল হও নতুন বর্ষবরণে
দাও তুমি দোলা দাও, দাও যে মনে
নীল গোলাপ গেরুয়া গন্ধা সুঘ্রাণ দাও ছড়িয়ে
যতো কষ্ট দুঃখ আজ দাও উড়িয়ে
নারী তুমি হাসি দাও সুখের যে পানে
বর্ষ তুমি বরণ হও আজই মধুর গানে গানে।