বাঙলার কাগজের জন্মদিনে সাংবাদিকের শুভেচ্ছা
শুভেচ্ছাবার্তা :: জনাব কালাম আঝাদ সম্পাদিত ‘বাঙলার কাগজ’- এর চতুর্থ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাই। হাজারো পোর্টালের ভিড়ে বাঙলার কাগজ তার সংবাদের বস্তুনিষ্ঠতা ও নতুন উপস্থাপনা তৈরি করেছে। প্রিয় সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট ও সংশ্লিষ্ট সবাইকে এই শুভক্ষণে জানাই প্রাণঢালা অভিনন্দন। আমি বাঙলার কাগজের উত্তর উত্তর সাফল্য ও পাঠকপ্রিয়তা কামনা করছি।
শুভেচ্ছান্তে,
রাম জোয়ার্দার
কোটচাঁদপুর, ঝিনাইদহ।