বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে বই লিখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বই লিখছেন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বেশ কয়েক খণ্ডের এই বইটির নাম এখনও ঠিক হয় নি। এতে সন্নিবেশনের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের মামলার রায়সহ অনেক অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্যের সারসংক্ষেপ প্রায় চূড়ান্ত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে বিশদভাবে থাকছে ১৫ আগস্ট ৩২ নম্বরের বাড়িটি যেভাবে আক্রান্ত হয় এবং শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর ৩২ নম্বরের বাড়ির ভেতরের দৃশ্য কেমন ছিলো।
আর থাকছে শেখ মুজিব হত্যাকাণ্ডের রাজনৈতিক উদ্দেশ্য কী ছিলো, থাকছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং ইতিহাসের দায়, বঙ্গবন্ধুর বুকে ১৮ গুলি, থেঁতলে যাওয়া রাসেলের মাথার নেপথ্যে কাহিনীসহ জাতির পিতার হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়া যে মন্তব্য করেছিলেন তার বিশদ তথ্য। বইটির প্রকাশনায় রয়েছেন একজন সাবেক জ্যেষ্ঠ সচিব।
পুলিশের একজন অবসরপ্রাপ্ত আইজিপিসহ ২২ পুলিশ সদস্যের একটি টিম প্রধানমন্ত্রীকে বই লেখার কাজে বিভিন্নভাবে সহায়তা করছেন।
উল্লেখ করা যেতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি বই প্রকাশিত হয়েছে। ‘কারাগারের রোজনামচা’ এবং ‘অসমাপ্ত আত্মজীবনী’। এই দুটি বই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই সমগ্রের অন্তর্ভুক্ত। দুটি বই-ই প্রকাশিত হয়েছে তাঁর মৃত্যুর পর, তাঁর কন্যা শেখ হাসিনার উদ্যোগে।