বঙ্গবন্ধুকে অসম্মান করা উচিত নয় : কালাম আঝাদ
সম্পাদকীয় মত, বাঙলার কাগজ : আমরা যদি অন্যায়, অবিচার এবং স্বাধীনতার কথা ধরি, তাহলে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদের পতন এবং সর্বশেষ ছাত্র আন্দোলনের কথা বিবেচনায় আনতে হবে। তাই এসব যুদ্ধের মহানায়কদের ছোট করে দেখা যাবে না। ছাত্র আন্দোলন যদি একটি যুদ্ধ হয়, তবে ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ মহা আন্দোলন, মহাযুদ্ধ। সুতরাং এসব যুদ্ধের কাউকেই খাটো করে দেখা উচিত নয়। তাই আমি বলবো, বর্তমান সমন্বয়ক এবং ছাত্রনেতারা বঙ্গবন্ধুকে কোনোভাবেই খাটো করে দেখবেন না। কারণ উনি আপনাদের মতোই এবং আপনাদের নেতা। অন্যথায় ইতিহাস একদিন আপনাদেরকেও খাটো করে দেখবে। কারণ আওয়ামী লীগ এক জিনিস আর বঙ্গবন্ধু অন্য জিনিস এবং সবার। সুতরাং আমাদের সকলকিছু বুঝেই করতে হবে। ধন্যবাদ সকলকে।