বইমেলা ২ মার্চ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় ২ দিন বাড়ানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের বদলে এখন মেলা শেষ হবে আগামী শনিবার।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বইমেলার সময় বাড়ানোর তথ্য নিশ্চিত করেন।
মেলা পরিচালনা কমিটির সদস্য ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি বলেন, ‘মেলা দুদিন বাড়ানোর কথা সংস্কৃতি সচিব জানিয়েছেন। কালকে (বুধবার) চিঠি পাঠাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইমেলার সময়সীমা দুদিন বাড়ানোর আবেদনে অনুমোদন দিয়েছেন। তাই বইমেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।’
বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা রাত ৯টায় বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকেও বইমেলার মেয়াদ বাড়ানো ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে বইমেলা দুইদিন বাড়ানো হয়েছে।’
এবার বেচাবিক্রি আশানুরূপ না হওয়ায় দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিলো মেলা কমিটিকে। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও তাঁরা মেলা বাড়ানোর আবেদন জানায়।
এতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পাওয়ায় শুক্র ও শনিবারও মেলা চলবে।