ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের করা ‘থার্টি আন্ডার থার্টি’ এশিয়া তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ৯ তরুণ। এশিয়া প্যাসিফিক অঞ্চলজুড়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখাদের নিয়ে প্রতি বছর এই তালিকা তৈরি করে ফোর্বস। ২০২৪ সালে এর নবম সংস্করণটি প্রকাশ করলো সাময়িকীটি।

বিভিন্ন ক্ষেত্রে বেশ কয়েকটি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি তরুণেরা। তাঁদের সবার বয়সই ৩০-এর নিচে। মূলত নতুন নতুন উদ্ধাবন ও পরিবর্তন আনার জন্যই তাঁদের তালিকায় স্থান দেওয়া হয়েছে।

আর্ট ক্যাটাগরি থেকে এ তালিকায় জায়গা করে নিয়েছেন আনুশা আলমগীর। লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা আনুশা ২০২৩ সালে ভেনিস বিয়েন্নালে ১৮তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে একমাত্র বাংলাদেশি নারী হিসেবে অংশ নিয়েছিলেন।

কনজিউমার টেকনোলজি ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন মেহেদী স্বরণ। তিনি হ্যালোটাস্কের সহ-প্রতিষ্ঠাতা। হ্যালোটাস্ক এমন একটি অ্যাপ, যা গৃহকর্মীদের নিয়ে কাজ করে।

মিডিয়া, মার্কেটিং ও বিজ্ঞাপন ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের রেদোয়ান আহমেদ। তিনি একজন পুরস্কার বিজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক। রোহিঙ্গা সঙ্কট ও পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে করা প্রতিবেদন তাঁর উল্লেখযোগ্য কাজ।

ফিন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন শহিদুল ইসলাম, আব্দুল গাফফার সাদী ও মো. তুষার। এই ক্যাটাগরিতে আরও জায়গা করে নিয়েছেন জাতিক’র সহ-প্রতিষ্ঠাতা সুলতান মনি ও মুমতাহিনা আনিকা।

ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ক্যাটাগরিতে ফোর্বসের এই তালিকায় জায়গা করে নিয়েছেন উইন্ড ডট অ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ফাহাদ আহমেদ।