নানা কর্মসূচির মধ্য দিয়ে হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ ও ডন; শাহিনুর আলম শাহিন, হিলি : নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর একে একে বীর মুক্তিযোদ্ধা, পুলিশসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য উঠে আসে। পরে শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশীদ হারুন। এ সময় সেখানে হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোকলেদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় হিলি বাজারে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করে বাংলাদেশ আওয়ামী লীগ।