নিজের সেনাদের পক্ষে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন নেতানিয়াহু

নিজের সেনাদের পক্ষে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদন, বাঙলার কাগজ : ইসরায়েলের নেৎজাহ ইহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞার কথা উঠছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস নিউজ এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তাঁরা এ ধরনের কোনও বিষয়ে অবগত নয়। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিনি লড়াই করবেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের সেনাবাহিনীর একটা ইউনিটের ওপর যদি কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়বো।

২০২২ সালের ডিসেম্বরে ব্যাটালিয়নটিকে পশ্চিম তীরের বাইরে সরিয়ে নিয়েছিলো ইসরায়েল। এরপর থেকেই উত্তর ইসরায়েলে কাজ করেছে ইউনিটটি। হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে গাজা উপত্যকায়ও মোতায়েন করা হয়েছে এ ইউনিটটিকে।