নওগাঁয় তৃতীয় পর্যায়ে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর উপহারের ১৯৭ ঘর

নওগাঁয় তৃতীয় পর্যায়ে বিতরণ করা হবে প্রধানমন্ত্রীর উপহারের ১৯৭ ঘর

নিজস্ব প্রতিবেদক, বাঙলা কাগজ; কামাল উদ্দিন টগর, নওগাঁ : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উপহার হিসেবে নওগাঁ জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে ৮টি উপজেলায় ১৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতক জমিসহ বাড়ি প্রদান করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে যে ২৬ হাজার ২২৯টি মানসম্মত ঘর বিতরণ করবেন, তারই অংশ হিসেবে নওগাঁ জেলায় এসব ঘর বিতরণ করা হবে।

আজ বুধবার (২০ জুলাই) বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য প্রদান করা হয়। 

জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান এ সময় সাংবাদিকদের উদ্দেশে নওগাঁ জেলার নির্ধারিত পরিবারগুলোর মধ্যে ঘর বিতরণের তথ্য-উপাত্ত তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, নওগাঁ জেলায় ১৯৭টি ঘরের মধ্যে উপজেলা ভিত্তিতে ধামইরহাট উপজেলায় ৩৫টি, নওগাঁ সদর উপজেলায় ৩০টি, বদলগাছী উপজেলায় ৩০টি, রানীনগর উপজেলায় ১২টি, মহাদেবপুর উপজেলায় ২৫টি, নিয়ামতপুর উপজেলায় ৫টি, পোরশা উপজেলায় ৫০টি এবং সাপাহার উপজেলায় ১০টি ঘর বিতরণ করা হবে।

তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা করে। 

উল্লেখ করা যেতে পারে, নওগাঁ জেলায় প্রথম পর্যায় ১ হাজার ৫৬টি, দ্বিতীয় পর্যায়ে ৫০২টি, তৃতীয় পর্যায়ের ১ম ধাপে ৫৪০টি ঘর বিতরণ করা হয়েছে। আর তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে বিতরণ করা হচ্ছে ১৯৭টি ঘর।