ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম
নিজস্ব প্রতিবেদক, বাঙলার কাগজ; রাম জোয়ার্দার, কোটচাঁদপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহ জেলাজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ক্ষতিকারক উদ্ভিদ পার্থেনিয়াম। যা মানবদেহ, ফসল এমনকি গবাদি পশুর জন্যও অত্যন্ত ক্ষতিকারক। পথে-ধারে, বাড়ির আঙ্গিনায় ও ফসলের মাঠে জন্মানো এই আগাছার অপকারীতা কতটা তাও জানা নেই সাধারন মানুষের।
রাস্তার ধারে, ফসলের মাঠে ব্যাপকভাবে জন্মাচ্ছে এই উদ্ভিদ। ক্ষতিকারক উদ্ভিদটি সাধারণত উচ্চতায় ১ থেকে দেড় মিটার পর্যন্ত হয়। পার্থেনিয়ামের একটি গাছ ২০ থেকে ২৫ হাজার বীজের জন্ম দেয়; ফলে এটি দ্রুতই ছড়িয়ে পড়ে। কয়েক বছর আগে এ উদ্ভিদ কম দেখা গেলেও এখন ঝিনাইদহ জেলার প্রায় সব জায়গায়ই দেখা মেলে এ উদ্ভিদের। তবে অজানা এ আগাছার নাম কিংবা তা থেকে কি ক্ষতি হয় তা সাধারণ মানুষের জানা নেই।
পার্থেনিয়াম আগাছা ফসলি জমিতে থাকলে ফসলের ফলন মারাত্মকভাবে কমে যায়। উদ্ভিদের পাশাপাশি প্রাণী জগতেও মারাত্মক ক্ষতি করে এটি।
পার্থেনিয়াম আগাছাযুক্ত গবাদি পশুকে খাওয়ানো হলে পশুর শরীর ফুলাসহ নানা রোগে আক্রান্ত হয়।
এ আগাছার স্পর্শে আসলে মানবদেহেও বিভিন্ন ধরনের চর্মরোগের জন্ম হয়। এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে।